সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা

সিরাজগঞ্জ সদর উপজেলা মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে।

১ জুলাই ২০১৯ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ এম. এনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করেন। 

সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা

সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা

এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টিএম সোহেল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, হাজী ইসহাক আলী, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাংবাদিক হেলাল উদ্দিনসহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কয়েকজন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।

সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণাকরণ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণাকরণ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে শপথ করেন।

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *