২২ নভেম্বর ২০১৯ শুক্রবার সকাল ১০ টায় পাইকোশা বাজার সংলগ্ন বেতনালী খালের উপর কামারখন্দ উপজেলাধীন কালিয়া কান্দাপাড়া-কামারখন্দ-উল্লাপাড়া আরএইচডি (দরবেশ মোড়)- কালিয়া কান্দাপাড়া জিসি ভায়া বড়ধুল হাট অ্যান্ড পাইকোশা বাজার রাস্তায় ৬৪১০ মিটার চেইনেজে ৩০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় যোগদান করেন অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত এমপি মহোদয়।
কামারখন্দে ৩০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।
Bookmark the permalink.