১১ অক্টোবর ২০১৯ সন্ধ্যা ৭:৩০ মিনিটে শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৪১তম অধিবেশনে যোগদানের জন্য সার্বিয়ার বেলগ্রেডে উদ্দেশ্যে গমন করেন অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত এমপি মহোদয়। অধিবেশনে সর্বজনীন স্বাস্থ্য সেবার রেজুলেশন নিয়ে বিশেষ বিশেষ সভায় যোগদান করেন ডা. মিল্লাত এমপি।প্রতিনিধি দলে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর -ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মূর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।