About Prof. Dr. Millat

English

অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত,এমপি
প্রবাসের নিরপদ্রুপ বিলাসী জীবন আর জীবিকা বিসর্জন দিয়ে তিনি চলে এলেন তার স্বদেশে। অর্জিত অত্যাধুনিক জ্ঞান আর অভিজ্ঞতার আলোকে নিজ হাতে সাজাতে চান তার স্বপ্নের নীড়। জন্ম, শৈশব, উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা সবই সিরাজগঞ্জে, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, রয়েল কলেজ অব সার্জন (এডিনবরা) থেকে এফ আর সি এস ; তারপর নিজেকে সুদক্ষ কার্ডিওথোরাসিক সার্জন হিসেবে গড়ে তোলার গল্প। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডর রয়েল কলেজ অব সার্জনস-এ একমাত্র বাংলাদেশী হিসেবে কার্ডিওথোরাসিক সার্জারির প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করেন। যুক্তরাজ্যের ম্যানচেষ্টার রয়েল ইনফার্মারি, রয়েল ইনফার্মারি অব এডিনবরা, আয়ারল্যান্ডের ডাবলিন সেন্ট জেমস্হ সপিটাল, কর্ক ইউনিভার্সিটি হসপিটাল প্রভৃতি বিশ্ববিখ্যাত হাসপাতাল সমূহে এডভান্সড কার্ডিওথোরাসিক সার্জারিতে ১২ বছর ধরে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের হাভার্ড মেডিকেল স্কুল ও বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি হসপিটালে ও প্রশিক্ষিত হন। জাতীয় ও আন্তর্জাতিক মেডিকেল জার্ণাল সমূহে তার বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। স্হানীয় সংবাদপত্র সমূহে তার লিখিত বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক রচনা পাঠক সমাজে সমাদৃত হয়েছে। অংশগ্রহন করেছেন কার্ডিওথোরাসিক সার্জারি বিষয়ক উল্লেখযোগ্য সংখ্যক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার সমূহে। সমাজসেবায় তার রয়েছে সুবিস্তৃত প্রেক্ষাপট। বাংলাদেশের স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান আন্দোলনের তিনি একজন অন্যতম পথিকৃৎ। সন্ধানী, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি ও সাধারণ-সম্পাদক, সন্ধানী ন্যাশনাল আই ডোনেশন সোসাইটির মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আয়ারল্যান্ডের ডগলাস এ্যান্ড ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাব, লুকান লায়ন্স ক্লাব , আইরিশ রেড ক্রস সোসাইটির মানব সেবামূলক প্রতিটি কার্যক্রমে সক্রিয় ছিলেন।
মরহুম পিতা ডাঃ ছানাউল্লাহ আনছারীর স্মরণে গড়ে তুলেছেন দাতব্য প্রতিষ্ঠান আনছারী ফাউন্ডেশন, যার মাধ্যমে সিরাজগঞ্জের দরিদ্র মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করা হচ্ছে। সিরাজগঞ্জের প্রত্যন্ত পল্লী এলাকায় প্রতিষ্ঠা করেছেন মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়। সিরাজগঞ্জে আরও শুরু করেছেন দশ লক্ষ বৃক্ষ রোপন আভিযান। বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রাসগোর সাধারণ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে পুনঃনির্মাণ করেন হরিণা বাগবাটি গার্লস স্কুল ও দুর্যোগ আশ্রয় কেন্দ্র। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এবং সভাপতি, লায়ন্স ক্লাব অব ঢাকা ভেরিতাস এবং চেয়ারম্যান, ভেরিতাস ফার্মাসিউটিক্যালস লি:।
ছাত্রজীবন থেকেই অধ্যাপক মিল্লাত সিরাজগঞ্জের উন্নয়ন, সাস্থসেবা, শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান, সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছেন । ২০০০ সাল থেকে সিরাজগঞ্জ জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির সমন্বয়ের দায়িত্ব নিয়ে সকল উন্নয়ন কর্মকান্ড তদারকি করছেন । বিগত ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে তিনি ৬৩ সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) এর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি নির্বাচনী এলাকার সর্ব সাধারনকে সাথে নিয়ে সর্বাত্বক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করেন। ফলশ্রুতিতে তিনি ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে নির্বাচিত হন।

আর্ত মানবতার সেবায় সর্বত্রঃ

  • চেয়ারম্যান, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটি, ইন্টার পার্লামেন্টরী ইউনিয়ন।
  • চেয়ারম্যান, ভেরিতাস ফার্মাসিউটিক্যালস লিঃ
  • ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS)
  • ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ চিকিৎসা গবেষনা পরিষদ।
  • সভাপতি মন্ডলীয় সদস্য (প্যানেল স্পিকার ) ,বাংলাদেশ জাতীয় সংসদ
  • সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)বাংলাদেশ আওয়ামীলীগ, সিরাজগঞ্জ জেলা শাখা।
  • সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
  • সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
  • সদস্য, ম্যানেজিং বোর্ড, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।
  • সদস্য, ম্যানেজিং বোর্ড,ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC)
  • সদস্য, বাংলাদেশ এসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (BAPPD), বাংলাদেশ জাতীয় সংসদ।
  • সদস্য, কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন, বাংলাদেশ চ্যাপটার।
  • সদস্য, কেন্দ্রীয় কমিটি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (SWACHIP)
  • সদস্য, সিনেট, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়।
  • সদস্য, সিনেট, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
  • সদস্য, পরিচালনা পরিষদ, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতাল, ঢাকা।
  • সদস্য, পরিচালনা পরিষদ, শহীদ ময়েজ উদ্দিন রেডক্রিসেন্ট হাসপাতাল, ঢাকা।
  • সদস্য ও প্রতিনিধি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ।
  • সদস্য, কার্যকরী পরিষদ, বাংলাদেশ এসোসিয়েশন অফ কার্ডিয়াক, অসকুলার এন্ডথোরাসিক সার্জনস।
  • সদস্য,  বাংলাদেশ আওয়ামীলীগ, আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটি।
  • সদস্য, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ।
  • অধ্যাপক, কার্ডিয়াক সার্জারী।
  • শুভেচ্ছা দূত, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর।
  • আহবায়ক, ১৪ দলীয় সন্ত্রাস প্রতিরোধ কমিটি, সিরাজগঞ্জ জেলা।
  • ফোকাল পারসন, ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন, বাংলাদেশ।
  • সাবেক, উপদেষ্টা, ইন্টার পার্লামেন্টরী ইউনিয়ন।
  • সাবেক, সদস্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
  • সাবেক, সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।
  • সাবেক, সদস্য সচিব, জাতীয় স্বাস্থ্যনীতি বিষয়ক উপপরিষদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ।
  • সাবেক, সদস্য, মিটফোর্ড হাসপাতাল প্রকল্প, ঢাকা।
  • সাবেক, সদস্য, সংস্থাপন এবং উন্নয়ন সম্পর্কিত মুল্যায়ন কমিটি, শেখ ফজিলাতুন্নেসা হাসপাতাল ও নার্সিং কলেজ, গাজীপুর।
  • সাবেক, চীফ কো-অর্ডিনেটর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট আয়োজিত দেশব্যাপি বিনামুল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম-২০১০ (সারাদেশ ব্যাপী ৪৭৬ টি উপজেলায় ৮.৭ লক্ষ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ঔষধপত্র প্রদান করা হয়)।
  • প্রতিষ্ঠাতা সাধারন-সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, স্কটল্যান্ড, ইউকে।
  • প্রতিষ্ঠাতা, মল্লিকা ছানাউল্লাহ্ আনছারী কম্পিউটার ট্রেনিং সেন্টার সিরাজগঞ্জ।
  • প্রতিষ্ঠাতা, আনছারী ফাউন্ডেশন, সিরাজগঞ্জ।
  • প্রতিষ্ঠাতা সাধারন-সম্পাদক, বাংলাদেশ পোষ্ট গ্রাজুয়েট ডক্টরস এসোসিয়েশেন, এডিনবরা।
  • প্রতিষ্ঠাতা, সন্ধানী ডোনার ক্লাব এবং ব্লাডব্যাংক, সিরাজগঞ্জ ও জামালপুর।
  • প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ ষ্টুডেন্টস হাউস, এডিনবরা।

আজীবন সদস্যঃ

  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
  • বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।
  • বাংলাদেশ প্রাইভেট প্রাকটিশর্নাস এসোসিয়েশন।
  • স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
  • বাংলাদেশ কার্ডিয়াক সমিতি।
  • বাংলাদেশ পেডিয়াট্রিক কার্ডিয়াক সমিতি।
  • লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ
  • আইরিশ রেড ক্রস সোসাইটি।

Related Images:

Comments are closed.