ধুমপানমুক্ত পরিবেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের কোন বিকল্প নেই। এজন্য সরকারীভাবে আরো কার্যকরী উদ্যেগ গ্রহন করতে হবে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
তিনি বলেন, তামাক নিয়ন্ত্রনে একাধিক আইন রয়েছে। কিন্তু জনসচেতনতার অভাবে এই আইনগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
ডাঃ মুন্না এমপি এ সময় আরো বলেন, ধুমপানমুক্ত সুস্থ পরিবেশের জন্য তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের জন্য সবাইকে সচেতন হতে হবে। জনবহুর পরিবেশে ধুমপান করতে দেখলে আইন প্রয়োগকারি সংস্থাকে দ্রুত জানানোর জন্য জরুরি হেল্প লাইন চালু করতে হবে, যেন এই আইন অমান্যকারিদের শাস্তি নিশ্চিত করা যায়।
বৃহস্পতিবার সকালে ইংরেজী দৈনিক “দি ডেইলি স্টার” আয়োজিত “তামাক নিয়ন্ত্রন আইন ও ধুমপান মুক্ত পরিবেশ” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ঢাকার “দি ডেইলি স্টার” সেন্টারে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে “দি ডেইলি স্টার” পত্রিকার উপ-সম্পাদক (বিশেষ প্রতিবেদন) শাহানুর ওয়াহিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ চৌধুরি ডিউক এমপি, ফজিলাতুননেছা বাপ্পি এমপি, ডাঃ অরুপ রতন ও ডাঃ শাহেদ ইমরান।